বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনের সমাপনী

World Vasonবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গতকাল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনের সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‘‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’’ এই প্রতিপাদ্য বাস্তবায়নের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপির উদ্যোগে নিরাপদ মাতৃত্ব দিবস উদযাপনের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাল্টাপুর ইউনিয়ন পরিষদ, সনকা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে এলএসবিই ছাত্রীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, র‌্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি কর্মকর্তা আলোবতি সরেণ, সেলিনা বেগম, সমন্বিত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।