বুধবার ৪ অক্টোবর ২০২৩ ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে নেরিকা-১০ জাতের ধান চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Birganj Krishiবীরগঞ্জ প্রতিনিধিঃ বীরগঞ্জে গত মঙ্গলবার উচ্চ ফলনশীল নেরিকা-১০ জাতের ধান চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর খামার বাড়ী দিনাজপুরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উচ্চ আউশ সহায়তা কর্মসূচীর আওতায় ফলনশীল নেরিকা-১০ জাতে স্বতস্ফুর্ত মিউটেশনের ফলে উদ্ভাবিত উচ্চ ফলনশীল কুদরত (নেরিকা মিউট্যান্ট) জাতের ধান চাষ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর খামার বাড়ী উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ সত্যব্রত সাহা। বক্তব্য রাখেন কাহারোল উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রশিদ, খানসামা কৃষি অফিসার মোঃ ইজামুল ইসলাম, বীরগঞ্জ অতিরিক্ত কৃষি অফিসার মোঃ হুজ্জাতুল ইসলাম প্রমুখ। কর্মশালায় বীরগঞ্জ, কাহারোল খানসামা ও বোচাগঞ্জ উপজেলার ৩৫ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Spread the love