মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে পতিপক্ষের লাঠির আঘাতে একই পরিবারের ৩জন হাসপাতালে

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার পতিপক্ষের লাঠির আঘাতে একই পরিবারের ৩জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। উপজেলার শিবরাপুর ইউনিয়নের কান্দরপাড়া এলাকার মোশাররফের ছেলে মান্নান ও আছিরের ছেলে বয়ান আলীর একখন্ড জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দ্বন্দ চলে আসছিল। ঘটনার দিন আব্দুল মান্নান তার দখলীয় জমি চাষ করতে গেলে পতিপক্ষ বয়ান আলীর নেতৃত্বে নজরুল, নুরজামাল, মুর্শিদ, সালমা, শাহনাজ, লাইলী ও অন্যরা বাধা দিলে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষে লাঠির আঘাতে জমি মালিক আবুদল মান্নান (৫১), পুত্র কবিরুল ইসলাম (২৬) ও স্ত্রী কোহিনুর বেগম (৪৪)সহ একই পরিবারে ৩জন গুরুতর আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ উপজেলা সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। হাসপাতালে আহত কোহিনুর অভিযোগ করেন ২৮ হাজার টাকা মুল্যের তার স্বর্ণের চুরি ও কানের দুল ছিনিয়ে নিয়েছে পতিপক্ষ। ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, রেগুলার মামলা নেয়া হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।