বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে পত্রিকার এজেন্টের বাড়ীতে দুধর্ষ চুরি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার গভীর রাতে পত্রিকার এজেন্টের বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে।

পৌর শহরের হরি বাসর পাড়ার বাসিন্দা স্থানীয় ও দৈনিক পত্রিকার এজেন্ট বিকাশ ঘোষের বাড়ীর প্রাচীর টপকিয়ে একদল অজ্ঞাত চোর ভিতরে প্রবেশ করে। ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা, রাধাকৃষ্ণের মূর্তি, একটি বাইসাইকেল ও আসবাবপত্র সহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ সময় চোরেরা শয়ন কক্ষের চিটকিনি বাহির থেকে আটকিয়ে দেয়। পরে তারা একই এলাকার ঝরম্ন রায়ের পুত্র মলিন্দ্র রায়ের বাড়িতে হামলা চালায়। বাড়ীর লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে চোরেরা পালিয়ে যায়। পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।