
মোঃ আবেদ আলী বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে পুলিশ ১০ বছরের পলাতক আসামী মন্টি (৩২)কে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের আজিজুল হক শাহ্ এর ছেলে আরিফুজ্জমান মন্টি ১০ বছর আগে ১৮ জুলাই/২০০৬ইং জয়পুরহাট থানায় ১৯৭৪ইং সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৫(বি) ধারায় ১৯(৭)/০৬ নং-মামলা দায়েরের পর সে আত্মেগোপন করে। আদালতের আদেশ উপেক্ষা করে ও পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মন্টি সনকা উচ্চ বিদ্যালয় মাঠে দীর্ঘদিন ধরে প্রকাশ্য অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসর সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মন্টিকে গত বৃহস্পতিবার বিকেলে জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।