মোঃ আবেদ আলী,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে পল্লী বিদ্যুৎ সংযোগ সমস্যা দলে দলে গ্রাহকের ভিড় জোনাল অফিসের কর্মকর্তা বিব্রত।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ রীরগঞ্জ জোনাল অফিস সুত্রে জানা গেছে, উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা সহ ১১টি ইউনিয়ন, পৌরসভাসহ ১০৮টি ওয়ার্ড, কাহারোল (আংশিক) উপজেলা ও খানসামা (আংশিক) উপজেলার প্রত্যন্ত পলীর বিভিন্ন পাড়া-গাঁয়ে আবাশিক, বানিজ্যিক, শিল্প, সেচ ও অন্যান্য ২৬হাজার সংযোগ ও চলতি (২০১৪ইং) ১হাজার ৫শত সংযোগ প্রদান করা হয়েছে। নুতন সংযোগের জন্য অনেক আবেদন করা হয়েছে কিন্তু সংযোগ দেওয়া হচ্ছে না। প্রতিদিন দলে দলে গ্রাহক জোনাল অফিসে ভিড় করছে কর্মকর্তা ও কর্মচারীদের সাথে বচসার (তর্ক-বিতর্ক) সৃষ্টি করে শান্ত পরিবেশ উত্তপ্ত করে তুলছে ফলে কর্মকর্তা বিব্রত হচ্ছে।
সংবাদ পেয়ে দিনাজপুর পলী বিদ্যুৎ সমিতি-১ রীরগঞ্জ জোনাল অফিসে গিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহীন চৌধুরীর সাথে সাক্ষাত করা হলে তিনি নিশ্চিত করে জানান চলতি বছরের শুরু থেকে এযাবৎ ১কোটি ৪৫লক্ষ ৩০হাজার ২৫৮ কি:ও:ঘ: বিদ্যুৎ বিক্রয় করা হয়েছে। উলেখিত বিদ্যুৎ বিক্রয়ের বিপরিতে ৬কোটি ৬৪লক্ষ টাকা গ্রাহক সেচ্ছায় সংশিষ্ট হিসাব নম্বরে জমা করেছে। আংশিক গ্রাহক চলতি বছরের ৩ কোটি টাকা সংশিষ্ঠ হিসাব নম্বরে জমা করেনি অর্থাৎ অনাদায়ী রয়েছে। নুতন আবেদনকারী গ্রাহকেরা আবেদন করে সংশিষ্ট বিষয়ের বিপরিতে জোনাল অফিসে টাকা জমা দিয়েছে কিন্তু ট্রান্সফরমা, মিটারসহ অন্যান্য মালামাল ঘাটতির (সরবরাহ না থাকায়) কারনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এলাকা পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু গ্রাহক ভোগান্তির বিষয় স্বীকার করে জানান ট্রান্সফরমা, বৈদ্যুতিক খুটি ও মিটার সহ অন্যান্য পর্যাপ্ত মালামাল আনার চেষ্টা চলছে দু’এক সপ্তাহের মধ্যেই কিছু কিছু সংযোগ দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।