বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ গত বৃহস্পতিবার দুপুর দুইটায় পানিতে পড়ে এক শিশুর মর্মামিত্মক মৃত্যু হয়েছে। হতভাগ্য শিশুটি মরিচা ইউনিয়নের মরিচা কোনপাড়া গ্রামের মোঃ বুলেট চৌধুরীর পুত্র মোঃ সিরধাতুল মুনতাহা চৌধুরী (০২)।

দুপুরে সকলে অজামেত্ম বাড়ীর টিউবয়েলে পানির সংরক্ষণের জন্য গর্তে পড়ে মর্মামিত্মক ভাবে মৃত্যু বরণ করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।

নিহত শিশুর পিতা মোঃ বুলেট চৌধুরী জানান, সাবেক সংসদ সদস্য মোঃ আনিসুল হক রিজুর ভাগিনা এবং মৃত ডা. আব্দুর রৌফের পুত্র মোঃ সাইদুজ্জামান পলাশ (৪৫) এর জানাজা অংশ নিতে একই ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রামে আসেন। এখানে ঘটনাটি পরিবারের কাছ থেকে মাধ্যমে মুঠো ফোনে জানতে পারে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আরমান হোসেন পিপিএম পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Spread the love