
এন.আই.মিলন, বীরগঞ্জে থেকেঃ বীরগঞ্জ পারফেক্ট কোচিং সেন্টারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর শহরের স্লুইচ গেট রোডে গতকাল পারফেক্ট কোচিং সেন্টারের উদ্যোগে অভিভাবকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কোচিং সেন্টারের পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও অপর পরিচালক হাফিজুর রহমানের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাওসার রহমান, বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল ইসলাম (মিলন)।অনুষ্ঠানে বিশেষ দোয়া, মোনাজাত ও ইফতার করা হয়।