শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে পাল্টাপাল্টি ভাংচুর ও অগ্নি-সংযোগ

p-2বীরগঞ্জ প্রতিদিনঃ দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার বিকেলে বিএনপি-জামায়াত এবং আওয়ামীগ পাল্টাপাল্টি বিল বোর্ড, নির্বাচনী পোষ্টার ভাংচুর ও অগ্নি-সংযোগ করেছে।

১৮দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ১৮ দলের বিক্ষুদ্ধ নেতারা আওয়ামীলীগের নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে এবং তাতে আগুন জ্বালিয়ে দেয়। তারা চলে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি মিছিল বের করে এবং বিএনপির বিল বোর্ড ভাংচুর করে। এসময় ছাত্রদলের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তাৎক্ষণিক ভাবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শহরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েম করা হয়েছে।