বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে পাল্টা-পাটি মানববন্ধনে ১৪৪ ধারা জারী। পুলিশ-বিজিবি মতায়েন।

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের বীরগঞ্জের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালিমেলায় কাকা-ভাতিজার দন্দকে কেন্দ্র করে প্রতিমা ভাংচুরের ঘটনায় ওসি সহ ১০ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং পৌর শহরে মানববন্ধন করার আহবান করার পরপরেই অপর পক্ষের মানববন্ধনের ডাক দেওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করেছেন, মামলাকারিদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আ’লীগ অফিসে অবস্থান। পুলিশ-বিজিবি মতায়েন।

উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালিমেলার মন্দিরের সেবায়েত/পূজারীর পদ নিয়ে চাচা ধনেশ্বর ও ভাতিজা জগদিশ চন্দ্রের দন্দকে কেন্দ্র করে প্রতিমা ভাংচুরের ঘটনায় মিথ্যা মামলা গত মঙ্গলবার বীরগঞ্জ থানার ওসি প্রশাসন কেএম শওকত হোসেনকে প্রধান আসামী করে দিনাজপুর জেলা জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ধনেশ্বর চন্দ্র। এ ঘটনায় গত বুধবার বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদমিনার চত্বরে মানববন্ধনের কর্মসুচী আহবান করেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ। তার কিছুক্ষন পরেই অপর পক্ষ একই স্থানে একই কর্মসুচী ঘোষনা করেন। উপজেলা প্রশাসন পাল্টা-পাটি মানববন্ধন কর্মসুচীর ঘোসনায় ১৪৪ ধারা জারী করেন। বুধবার সকালে প্রশাসনের আদেশকে উপেক্ষা করে মানববন্ধন করার চেষ্টা করলে পরিস্থিতি নিয়নত্রনে আনার জন্য ঘটনা স্থলে পুলিশ ও বিজিবি মতায়োন করেন প্রশাসন। পুলিশ-বিজিবি বাধা দিলে মানববন্ধন ঘোসনাকারি হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি অরুন চন্দ্র দাশ ও মামলাকারী ধনেশ্বের চন্দ্র সরকারদের নিয়ে উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম উপজেলা আওয়ামীলীগ অফিসে অবস্থান করেন। পরে তারা একটি বাসায় রুদ্রার বৈঠকে মিলিত হয়। একদিকে চাচা-ভাতিজার পদের লড়াই অপর দিকে একটি মহল মেলায় যাত্রা ও নাচগান চালানোর জন্য দৌড় ঝাপ শুরু করেছেন বলে জানাজায়।

এ ব্যাপারে চাচা-ভাতিজার পদের লড়াইকে ইন্ধন দিয়ে পৌর শহরে আনা, মিথ্যা মামলা করা ও উপজেলা আওয়ামীলীগ অফিসে অবস্থান করাকে নিন্দাজনক ঘটনা বলে পৌর শহরবাসী অবহিত করেন। এ রিপোট লেখা পযন্ত উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

 

মোঃ নাজমুল ইসলাম (মিলন)

বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর

মোবাঃ ০১৭১৬৯৯০৮৬৯

Spread the love