
মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) থেকেঃ বীরগঞ্জে গত শনিবার পিতাকে ছুরিকাঘাত করার অপরাধে পুলিশ পুত্রকে গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
দৈনিক করতোয়ায় সংবাদ প্রকাশের পর থানার এসআই নাজমুল হুদা উপজেলা সদর থেকে ৪০ কিলোকিমিটার উত্তরে পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলী গ্রামে অভিযান চালিয়ে তারা মিঞার পুত্র আলী আক্তার (২৫) কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
তারা মিঞা বাদী হয়ে পুত্র আলী আক্তারকে প্রধান আসামী করে ৫জনের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ থানায় চুরির ১৯(১১)১৪ নং-মামলা দায়ের করেছে। ওসি প্রশাসন কেএম শওকত হোসেন পিতার অভিযোগে পুত্রকে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন।