বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে পিতা হাসপাতালে

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শুক্রবার বীরগঞ্জে পুত্রের ছুরিকাঘাতে পিতা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

উপজেলা পলাশবাড়ী ইউনিয়নের ঝলঝলী গ্রামের তারা মিঞার বাড়িতে তার পুত্র আক্তার হোসেনের নেতৃত্বে কাওছার, মকবুল, নওসের ও আলেমা ৫-৬জন বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর চালায় ও পিতাকে উপর্যপুরী ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালায়। পিতার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম ও রক্তাত্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তার মিঞার সাথে সাক্ষাত করা হলে জানান আমার ১ম স্ত্রীর ছেলে আক্তার হোসেন আমাকে হত্যা করার জন্য গলায় ছুরি চালিয়ে দেওয়ার চেষ্টা করে নগদ ৫০হাজার টাকা ও স্বর্ণের ১টি চেইন ছিনিয়ে নিয়ে গেছে। এ সংবাদ লেখা পর্যন্ত পিতা কতৃক পুত্রের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ত্ততি চলছিল।

 

Spread the love