
ভ্রাম্যমান প্রতিনিধি : এলাকাবাসী কর্তৃক পুলিশের এসআইয়ের সংবর্ধণার অনুষ্ঠানে এলাকায় আর কোন চুরি হবে না ওসির এমন ঘোষণার পর তাৎক্ষণিক ভাবে সভামঞ্চে ছুটে এসে উপজেলার যুবলীগের সহসভাপতি ও বীরগঞ্জ ডিগ্রি কলেজে প্রভাষক মোঃ আমিনুল ইসলাম মিন্টু জানান, এই মাত্র তার বাড়ীর জানালা ভেঙ্গে একটি কম্পিউটার নিয়ে পালিয়ে গেছে চোরেরা।
সভামঞ্চের পাশেই মোঃ আমিনুল ইসলাম মিন্টুর বাসা এবং তার বাড়ী থেকে সংবর্ধণা অনুষ্ঠানের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
পুলিশ রাতেই অভিযান চালিয়ে পৌর শহরের বিভিন্ন স্থান থেকে নীলফামারী জেলার কালীগঞ্জ থানার দলগ্রামের জহির উদ্দিনের পুত্র মোঃ ইমরান হোসেন (৩৫), বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের উত্তর জগদল গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনের পুত্র মোঃ মিলন (২০), একই এলাকার দীনেশ রায়ের পুত্র নয়ন রায় (১৯) কে আটক করেছে।
রবিবার রাত ৭টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ডের উপজেলা পরিষদ সংলগ্ন বসুন্ধরা এলাকায় বসুন্ধরা সোসাইটি নামে একটি সামাজিক সংগঠন আয়োজিত বীরগঞ্জ থানার এসআই মোঃ সফিউর রহমানের সংবর্ধণা অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে ।
অনুষ্ঠানের বীগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার সুজন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির সদস্য ও সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম শেখ জানান, সাম্প্রতিক কালে মটর সাইকেল চুরি সময় এসআই এসআই মোঃ সফিউর রহমান সাহসিক ভূমিকায় চোরের হাত থেকে দুইটি মটর সাইকেল রক্ষা পায়। এ কারণে বীরগঞ্জ পৌর সভার ৭নং ওয়ার্ডের বসুন্ধরা সোসাইটির আয়োজনে এলাকাবাসীর সহযোগীতায় এসআই সফিউরকে রবিবার সন্ধ্যায় সংবর্ধণা প্রদান করেন। বসুন্ধরা সোসাইটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নিজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ প্রভাষক রফিকুল ইসলাম আসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের সহকারী পুলিশ সুপার বীগঞ্জ সার্কেল সুজন সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেন, ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বদিউজ্জামান পান্না। এসময় প্রশিক্ষাণার্থী দুই সহকারী পুলিশ সুপারসহ পুলিশের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে মঞ্চের পাশেই প্রভাষক আমিনুল ইসলাম মিন্টুর বাড়ী থেকে একটি কম্পিউটার চুরি করে পালিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আমিনুল ইসলাম মিন্টু বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর-০২। তারিখ-০২/১১/১৫ইং। আমরা তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সাথে জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে।