রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটানায় নিহত-০১। আহত-৪।

Accedentশামীম আকতার সজিব : দিনাজপুরের বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষিকা নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন।

 

 

নিহত তানজিনা পারভীন (৪৫) বীরগঞ্জ পৌর শহরের দক্ষিণ সুজালপুর গ্রামের বাসিন্দা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শিবরামপুর শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলামের স্ত্রী। নিহত তানজিনা পারভীন দামাইক্ষেত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিÿÿকা ছিলেন।

 

শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় মটর সাইকেলযোগে স্বামী-স্ত্রী ঠাকুরগাঁও যাওয়ার পথে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে সাতোর ইউনিয়নের ছোট বটতলী নামক স্থানে বাইসাইকেলের সাথে ধাক্কায় গুরুতর ভাবে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তানজিনা পারভীনের মৃত্যু হয়।

 

অপর দিকে একই দিনে বিকেল ৬টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে সুজালপুর ইউনিয়নের হাবলুহাট বাজারে বীরগঞ্জ থেকে বটতলীগামী এক মটর সাইকেল আরোহী বিপরীতগামী মটর সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয় লোকজন উভয় মটর সাইকেল আরোহীদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা ঢাকা মীরপুর-১ ডি বস্নকের ৭ নম্বর রোড়ের বাসিন্দা মোঃ ওসামান কাদেরীর পুত্র মোঃ শামসুল হক (৬৫), একই এলাকার বাসিন্দা মৃত মানোয়ার হোসেনের পুত্র রায়হান হোসেন (৩৮), মৃত আরশাদ আলী সরকারের পুত্র মোঃ রেফাজ উদ্দিন সরকার (৪৯) এবং বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বাবুল ইসলামের পুত্র মোঃ আলামিন (২৫) ।

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ মাহামুদুল ইসলাম পলাশ জানান, আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Spread the love