বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ গত রবিবার বিকেলে পৌর মহিলা আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।
পৌর মহিলা আওয়ামীলীগের ২নং ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষ্যে ফিসারী সংলগ্ন প্রমোদ কুমার রায়ের মিল চাতালে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় ২নং ওয়ার্ড কমিটির সভাপতি মোঃ ফতিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, ৩নং পৌর আওয়ামীলীগ ওয়ার্ড কমিটির সাধারন সম্পাদক মোঃ রাসেল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ রাজিউর রহমান রাজু, আওয়ামীলীগ নেতা মোঃ ইয়াছিন আলী, সিদ্দিকুর রহমান সিদ্দিক, রতন কুমার রায়, প্রভাষক হাসানুল মাসুদ, শামসুজ্জামান রানা, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সাজেদুর রহমান অন্তু প্রমুখ। সভায় উপস্থিত মহিলা আওয়ামীলীগের সদস্যাদের সর্বসন্মতি ক্রমে রনজিনা বেগমকে সভানেত্রী ও বেলী বেগমকে সাধারণ সম্পাদক এবং আনজু আরা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ২নং ওয়ার্ড পৌর মহিলা আওয়ামীগের কমিটি গঠন করা হয়েছে।