বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে পৌর মহিলা আওয়ামীলীগের কমিটি গঠন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জ গত বৃহস্পতিবার পৌর আওয়ামীলীগের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

পৌর শহরের ৪নং ও ৬ নং ওয়ার্ডে পৌর মহিলা আওয়ামীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ রাজিউর রহমান রাজু, রেজাউল করিম শেখ, মোঃ মকছেদ আলী, কামিনী রায়, প্রভাষক হাসানুল মাসুদ, নির্মল দাস, শামসুজ্জামান রানা, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুল ইসলাম স্বপন, ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সাজেদুর রহমান অন্তু, ছাত্রলীগনেতা আবু মুইদ রুবেল প্রমুখ। সভায় উপস্থিত মহিলা আওয়ামীলীগের সদস্যাদের সর্বসন্মতি ক্রমে  ঝর্ণা রাণী রায়কে সভানেত্রী ও ফারজানা ববিকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৪ নং ওয়ার্ডে কমিটি এবং নীলমণি মুর্মুকে সভানেত্রী ও ফৌজিয়া আক্তার বানুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে।