শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রতারণা মামলায় একজন গ্রেফতার

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের বীরগঞ্জে প্রতারণা মামলায় মঙ্গলবার আব্দুর রহমান (৪২)নামে এক প্রতারককে গ্রেপতার করেছে পুলিশ।

 

আব্দুর রহমান উপজেলার শিবরামপুর ইউনিয়নের গণপৈত গ্রামের শামসুল হকের ছেলে।

 

বীরগঞ্জ থানা সুত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কুতুবপুর (নয়াপাড়া) গ্রাম থেকে নুকুমুদ্দীনের ছেলে ফজলু মিঞা ও একই এলাকর সবুজ মিয়ার স্ত্রী সানিয়া আক্তার সিমু সস্তায় ডলার কেনার জন্য উপজেলার শিবরামপুর ইউনিয়নের গণপৈত গ্রামের আব্দুল জলিলের ছেলে ইব্রাহিমের বাড়ীতে আসে। এ সুযোগে একদল সন্ত্রাসী তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি ও মারপিট দিয়ে ৫৬ হাজার ৫৯৮/-টাকা ছিনিয়ে নেয়। ঐঘটনায় ফজলু বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একই এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২)কে গ্রেফতার করে দিনাজপুর জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেছে। ওসি প্রশাসন মোঃ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইব্রাহিম ছদ্মবেশে রিক্সা চালাতে গিয়ে সিমুকে ধর্ম বোন বানায় এবং তার কুড়িয়ে পাওয়া ডলার সস্তায় দিবে বলে বোনকে দাওয়াত করে তার বাড়ীতে নিয়ে এসে প্রতারনা করেছে তাকেসহ প্রতারনা চক্রকে গ্রেফতারের জোর তৎপরতা চলছে।