দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের সকল উপকরণ কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছে। সকালে উপজেলার নির্বাচন অফিস থেকে এসব উপকরণ প্রিজাইডিং অফিসারদের নিকট বুঝিয়ে দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শামসুল আজম। উপজেলায় ১১টি ইউনিয়ন এবং একটি পেৌরসভার মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২ হাজার ৩২২ জন। এর মধ্যে পরুষ ভোটার ১লক্ষ ১হাজার ৫১৬জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৮০৬ জন। এ উপজেলায় ৮০ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারের দায়িত্ব পালন করবে।
আইন শৃংখলা বাহিনীর পক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ভাবে ভোটে গ্রহনের জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী মোতায়েন করা হয়েছে এদিকে সুষ্ঠু ও অবাধ নিরেপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে কাজ করছেন নির্বচন কর্মকর্তারা।
বীরগঞ্জে প্রতি কেন্দ্রে পৌছে গেছে ভোটের উপকরণ।রাত ফুরালেই ভোট
Please follow and like us: