বীরগঞ্জ (দিনাজপুর) থেকে রবিউল ইসলাম বাবুল ঃ বীরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লিপ ও ক্ষুদ্র মেরামতের টাকা আত্মসাৎ সহ নানা অভিযোগ। ক্ষুদ্ধ এলাকাবাসী।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের ৪৫ নং শম্ভুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শংকর কুমার রায়ের বিরুদ্ধে টাকা আতœসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন কমিটির সদস্যগণ।
স্কুল কমিটির অভিযোগ ও কমিটির সদস্য আশরাফুল ও আসলাম জানায় প্রধান শিক্ষক শংকর বাবু এই স্কুলে যোগদানের পর থেকে ১২ টার পর প্রায়ই স্কুল থেকে চলে যায়। স্কুল কমিটি বা অভিভাবক কমিটির কোন মিটিং ডাকেন না। স্কুলের বিভিন্ন প্রকার অর্থ বরাদ্দ কমিটিকে জানানো হয় না। স্কুল উন্নয়নের কাজের ব্যাপারে কমিটির কোন পরামর্শ নেয় না। ২০১৫ সালের ৩০ হাজার টাকা সরকারি বরাদ্দ সম্পূর্ণ আত্মসাৎ করে। যা কমিটি জানেনা। ২০১৬ সালের স্লিপের ৪০ হাজার টাকা সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করে এবং রুটিন মেরামতের ৬০০০ টাকা সহ মোট ৪৬ হাজার টাকা সম্পূর্ণ আতœসাৎ করে। অন্য স্কুলের মাধ্যমে এই স্লিপের টাকা বরাদ্দের বিষয়ে কমিটি জানতে পেরে সভাপতি ফারুক আহমেদ স্লিপের ৪০ হাজার টাকার ব্যপারে প্রশ্ন করলে প্রধান শিক্ষক অস্বীকার করে বলেন, স্লিপের কোন টাকা তিনি উত্তোলন করেন নাই বলে সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে বলেন, স্লিপের টাকা উত্তোলন করা হয়েছে এই নিয়ে প্রধান শিক্ষক ও কমিটির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।
গত ২ আগষ্ট শম্ভুগাঁও স্কুলে গেলে দেখা যায়, মাঠে আবর্জনার স্তুপ, বর্ষার গাছ-গাছালি মাঠের অধিকাংশ ভরে গেছে। ছিড়ে যাওয়া,রংচটা, ময়লা ও বহু ফুটো হওয়া জাতীয় পতাকা বাতাশে উড়ছে। যা ক্যামেরাবন্দী রয়েছে। প্রধান শিক্ষক শংকর কুমার ভুল স্বীকার করে জানায়, আলমারিতে নতুন পতাকা রয়েছে লক্ষ্য না করার কারণে ছেড়া পতাকা ব্যবহার করা হয়েছে।
কমিটি অভিযোগ ব্যপারে প্রধান শিক্ষক জানান কমিটির সবার সঙ্গে তার ভাল সম্পর্ক । মিটিং ডাকলে তারা আসেনা। কারো স্বাক্ষর তিনি জাল করেননি। ৩০ হাজার টাকা স্কুল কাজে খরচ হয়েছে তার ভাউচার রয়েছে। স্লিপের ৪০ হাজার টাকা তার কাছে আছে । স্কুলের প্রয়োজনীয় জিনিস কেনার জন্য অর্ডার দিয়েছেনঃ ১টি হারমোনিয়াম, ১টি প্রান্তিক যোগ্যতার চার্ট, কম্পিউটার প্যানড্রাইভ, কারিকুলাম বই, প্রগ্রেসিভ রিপোর্ট বই, জার্সি ও বল, ১০০ পেজ এর খাতা ও অ্যামপ্লিফায়ার।
ক্ষুদ্র মেরামতের ১ লক্ষ টাকার ৩টি রুমের রং করা ও সিলিং ফ্যান ক্রয় ও ওয়ারিং করা হয়েছে। উপজেলা প্রকৌশলি অফিস কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে গেছেন। কি কারণে তারা অভিযোগ দিয়েছেন তা তার বোধগম্য নয়। তবে এলাকা ঘুরে দেখা গেছে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও স্লিপের টাকা আত্মসাতের ব্যাপারে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ প্রয়োজন।