বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Unoবীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার সকালে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বীরগঞ্জ ডিগ্রি কলেজ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ খয়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ মুসা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল প্রমুখ, উপজেলা শিক্ষা অফিসার ক. খ. মোঃ আলাওল হাদী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার অনন্দ কুমার মন্ডল, অংকুর কিন্ডারগার্টেনের অধ্যক্ষ গীর্জা নাথ দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা এস এম খালেক, উপজেলা কৃষকলীগ সভাপতি শিবলী সাদিক, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

Spread the love