মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী ইংরেজী পরীক্ষা

মো: আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত রবিবার প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী ইংরেজী পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে ২৬০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২২টি এবতেদায়ী মাদ্রাসা ও মোট ২৮২টি প্রতিষ্ঠানে ৭হাজার ১৫২জন পরীক্ষার্থী। এদের মধ্যে ২৭৫জন পরীক্ষায় অংশ গ্রহন করেনি।

বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ২৬০বিদ্যালয়ের ৩-হাজার ২২২জন ছাত্র ও ৩-হাজার ৫০৩জন ছাত্রীসহ মোট পরীক্ষার্থী ৭হাজার ১৫২জন পরীক্ষার্থী। এদেরমধ্যে ১১৬জন ছাত্র ও ৯১জন ছার্ত্রীসহ ২০৭জন পরীক্ষার্থী অনুপস্থিত। এবতেদায়ী শিক্ষা সমাপনী : পরীক্ষায় ১২টি কেন্দ্রে ২২টি প্রতিষ্ঠানের ২২৯জন ছাত্র ও ১৯৮ছাত্রীসহ মোট ৪২৭জন পরীক্ষার্থী। এদেরমধ্যে ৪৩জর ছাত্র ও ২৫জর ছাত্রীসহ ৬৮জন অনুপস্থিত।

উপজেলা প্রাথমিক সমাপনী পরীক্ষা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট রাসেল মনজুর ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার ক.খ আলাওল হাদী পরীক্ষা কেন্দ্র সমুহ সার্বিক তত্বাবধান ও পর্যবেক্ষন করেছেন।

 

Spread the love