বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

মোঃ আবেদ আলীঃ বীরগঞ্জে বৃহস্পতিবার কৃষ্ণপুর মাটিয়া কুড়া প্রার্থমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক মাদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষ্ণপুর মাটিয়া কুড়া প্রার্থমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অভিভাবক মাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর। মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মহন্তের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ক,খ,মোঃ আলাওল হাদী, কৃষি কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, কৃষ্ণপুর মাটিয়াকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মোঃ মহসীন আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, তুলশীপুর করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান পাবেল প্রমুখ। প্রধান অতিথি শিক্ষার্থীদের প্রতি, শিক্ষক ও অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহবান জানিয়ে বলেন, আমাদের সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলে, দক্ষ মানব সম্পদে রূপান্তিরিত করতে হবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে রূপান্তরিত করতে শিক্ষার মানোন্নয়নের কোন বিকল্প নেই। অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের মাঝে কিছু স্কুল ড্রেস বিতরন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।

Spread the love