
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : বীরগঞ্জে গতকাল বৃহস্পতিবার নিজপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাষন ও প্রার্থমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলার নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সার্জারী ও ডীন পোষ্ট গ্রাজুয়েট মেডিসিন মোঃ জহুরুল মাওলা চৌধুরী, অধ্যাপক রেডিওলজি ও ইমেজিং বিভাগ এবং সাধারন সম্পাদক বাংলাদেশ শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ফাউনেন্ডশন ডাঃ মোঃ মুশারফ হুসাইন। এসএমসির সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার ক,খ,মোঃ আলাওল হাদী, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজিনা আকতার,সহকারী শিক্ষা অফিসার মোঃ মহশিন আলী,মমতাজ ফেরদৌস, গণ বিশ্ব বিদ্যালয়ের এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী আশেকা আকতার কংকা, হাসনা হেনা সাথী, ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক,মোঃ রহমত আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহ শিক্ষিকা রেবেকা আখতার ।