
বীরগঞ্জ প্রতিনিধি: বীরগঞ্জে গত শুক্রবার বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র শিক্ষক মোঃ শাহাজাহান চৌধুরী সভাপতিত্বে উক্ত কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক শ্রী পদ্মলোচন রায়, বিকাশ চন্দ্র রায়, মোঃ আসাদুজ্জামান বাবু, মোঃ আবুল কাশেম, মোঃ মেহেদী হাসান সজল, মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। সভায় সর্বসন্মতি ক্রমে মোঃ আজিজার রহমানকে আহবায়ক এবং মোঃ আসাদুজ্জামান বাবু, নুর উল্লাহ আবু তৈয়ব, মোঃ আব্দুল্লাহ-হেল-বারীকে যুগ্ন আহবায়ক করে ৩১সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদ বীরগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।