
বীরগঞ্জ এডিপি-ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ প্রতি বারের মত এবারও ৯৮টি অতিদরিদ্র পরিবারের মাঝে মোট ৯৮টি বকনা গরু বিতরনের উদ্দ্যোগ হাতে নিয়েছে । স্থানীয় বাজার (গোলাপগঞ্জ ও কাহারোল হাট) থেতে দেশি জাতের, গায়ের রং: লাল, কালো, সাদা ও মিশ্রিত, বয়স: ১.৫ বছর থেকে ২.৫ বছর, দাঁত: সব্বোর্চ ২ দাঁত ওজন: ৭০ থেকে ৮০ কেজি ও রোগমুক্ত-এই বৈশিষ্ট্যের গরু সদস্যগণ পছন্দ করে ন্যায্য দামে কিনে উপজেলা প্রাণি সম্পদ অফিসের প্রতিনিধির (Technical person) উপস্থিতিতে ও সুপারিশ ক্রমে হাটেই গরু গুলো সদস্যদের মাঝে বিতরন করা হচ্ছে । ইতোমধ্যে গত ২১/০২/১৫ হতে ০৯/০৩/১৫ পর্যন্ত মোট ৫১ টি বকনা গরু বিতরন করা হয়েছে যার মূল্য ৮৩৭৯৭০ টাকা । অবশিষ্ট ৪৭টি গরু এই মার্চ-১৫-এর মধ্যেই কিনে বিতরন করার পরিকল্পনা আছে । অতি দরিদ্র পরিবারের মাঝে বকনা বিতরনের উদ্দেশ্য হলো তাদের পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ করে পরিবারের আয় বৃদ্ধি করা । ভাল মানের উপযুক্ত বকনা গরু পেয়ে সদস্যগণ বেজায় খুশি ।