বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস র‌্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্তরে র‌্যালী উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে শেষ হয়।

’’বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার আমরা হরো তার আদর্শের উত্তরাধিকার’’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রসাশনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসি (প্রশাসন) কে এম শওকত হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ মতিয়ার রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রিতা মন্ডল, প্রাথমিক শিক্ষা অফিসার কখ আলাওল হাদী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সহ সম্পাদক রাজিউরর রহমান রাজু, সমাজ সেবক গিরিজা নাথ দাস প্রমুখ। র‌্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। আলোচনা সভা শেষে দেশের ঐত্যিবাহী গান ও নৃত্যে পরিবেশন করা হয়। পুরো আলোচনা সভাটি পরিচালনা করেন সমাজ সেবা অফিসার মোঃ মতিয়ার রহমান ।bonggobondhu  2