
সুকুমার রায় : বাংলাদেশ মিশন ২০১০ সাল থেকে বীরগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নে গণসংগঠনের মাধ্যমে মা ও শিশু পরিচর্যা এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর/১৫ইং তারিখে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আয়োজনে উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের কাঠগড় আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার মাধ্যমে সৈকত গণসংগঠনের দায়িত্ব ভার সংগঠনের সভাপতি ও সম্পাদকদের হাতে হস্তান্তর করা হয়। উক্ত গণসংগঠন হস্তান্তর সভায় মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান বাদশার সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণসংগঠনের দায়িত্ব ভার হস্তান্তর করেন। এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, এলাকার গণ্যমান্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।