বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে বালিকা ও যুব নারী’র প্রতি সহিংসতা শিশু বিয়ে প্রতিরোধে এ্যাভভোকেসি সভা

Girl Powerবীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা : বীরগঞ্জে গত বৃহস্পতিবার বালিকা, যুব নারী’র প্রতি সহিংসতা  ও  শিশু বিয়ে প্রতিরোধে এ্যাভভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে নারীর প্রতি সহিংসতা, শিশু বিবাহ প্রতিরোধ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গার্ল পাওয়ার প্রকল্পের এ্যাভভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, প্রমুখ। । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী মিরাজ উদ্দিন তালুকদার, গার্ল পাওয়ার প্রকল্পের টেকনিক্যাল অফিসার মোছাঃ তাজদিদা বেগম, আরিফ ইফতিখার, সাংবাদিক, সুশিল সমাজের নেতৃবৃন্দ, ইউনিয়ন বালিকা ও যুব নারী ফোরামের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।