সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বাল্য বিয়ে প্রতিরোধে ইউএনও আবু জাফরের অভিযান

3627বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে শুক্রবার রাতে বাল্য বিবাহ প্রতিরোধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর।

উপজেলা নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মোঃ সহিদুল ইসলামের কন্যা বলরামপুর দাখিল মাদরাসার সপ্তম শ্রেণীর ছাত্রী মোছাঃ সুমি আক্তার (১৪) এর বিয়ের অনুষ্ঠান চলাকালে পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর অভিযান চালায়। এ সময় বর-কনে সহ উভয় পরিবারের লোকজন পালিয়ে যায়। পুলিশ বর পক্ষের দুইটি মাইক্রোবাস আটক করেছে। বিয়ে রেজিষ্ট্রির অভিযোগে কাজি সাইদুর রহমানের বাড়িতে অভিযান চালায়। তবে কাজি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পুলিশ তার বাড়ী হতে বিয়ে রেজিষ্ট্রি বইসহ যাবতীয় কাগজপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।