শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বাড়ীতে হামলা-মারপিটের অভিযোগ

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ উপজেলার মরিচা ইউনিয়নের নাগরিসাগরি গ্রামের নুর আলম ও আরাজী বোচাপুকুর গ্রামের মুক্তা আক্তারের প্রেম ও বিবাহের ঘটনায় মকবুলের নেতৃত্বে পরিবারের লোকেরা গত বুধবার সাইদুল ও বাবুরের বাড়ীতে হামলা চালিয়ে মারপিট করে তফিজা (৫০), নাজমা (৩০) ও মুক্তা (২০) কে মারপিট করে আহত করে এবং বাড়ীর মালামাল ভাংচুর করে। গ্রামবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতদের সাথে সাক্ষাত করা হলে তারা জানান ৩ মাস আগে নুর আলম প্রেমের পরিনতিতে মুক্তাকে বাড়ী থেকে তুলে নিয়ে গিয়ে বিবাহ করে ঢাকায় বসবাস করে। ঢাকা থেকে ফিরে মুক্তাকে জোর করে বাবা-মা’র কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদ করায় বাড়ীতে হামলা ও মারপিট করেছে।

মরিচা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ঘটনা নিশ্চিত করেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।