সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিএনপি নেতার চুরি যাওয়া মটর সাইকেল ছাত্রলীগ নেতার হাতে।

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি’র ১ নেতার চুরি যাওয়া মটর সাইকেল ছাত্রলীগের ১ নেতার কাছ থেকে উদ্ধার হওয়ায় জনমনে বিরুপ পতিক্রিয়া দেখা যায়।

বীরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আহম্মেদ সিদ্দিকীর বড়ভাই বিশিষ্ট ঠিকাদার মঞ্জুরুল হকের ব্যবহৃত হাং মটর সাইকেলটি গত ৬ মাস পূর্বে পৌর শহরের বাড়ীর সামনে হতে চুরি হয়ে যায়। মঞ্জুরুল উপজেলা দুদক সভাপতি আলহাজ্ব মাঈন উদ্দিন আহম্মেদের পুত্র।

গত ৫ ডিসেম্বর রাত্রে চুরি যাওয়া মটর সাইকেলটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মৃত ডাঃ কায়কোবাদের পুত্র রবিউল ইসলাম চালিয়ে স্থানীয় মকবূল হোটেলের পার্শে ১টি গলিতে রেখে চা খেতে যাওয়ার পথে মঞ্জুরুলের নজরে পড়ে মটর সাইকেলটি। মঞ্জুরুল মটর সাইকেলটি তার দাবী করলে রবিউল সঠিক উত্তর দিতে পারেনি। ঘটনাটি জানাজানি হলে বীরগঞ্জ থানার এএসআই মশিউর রহমান মটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন জানায়, মটর সাইকেলের দাবীদার ২ পক্ষের মধ্যে মঞ্জুরুল তাৎক্ষনিক কাগজপত্র দেখালেও রবিউল ৩ দিনের সময় আবেদন করলেও অদ্যাবধী (৮ ডিসেম্বর পযর্ন্ত) কোন কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি। এছড়াও তিনি আরো বলেন, মটর সাইকেল চুরির ঘটনায় মঞ্জুরুল পূর্বে বা বর্তমানেও কোন মামলা করেনি। সঠিক ঘটনা উদঘাটনের জন্য অপেক্ষা করা হচ্ছে।

বিশিষ্ট ঠিকাদার মঞ্জুরুলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানায়, রবিউল মটর সাইকেলটিতে বগুড়া-ল- ১১-১১৬৭ ভূয়া নাম্বার প্লেট ব্যাবহার করে বীরদর্পে চালিয়ে বেড়াচ্ছিল। ঘটনাটি আপোষের জন্য বিভিন্ন মহলের চাপ রয়েছে, তবে আমি এই চোরদের গ্রেফতারের জ্বোর দাবি জানাই।

এব্যাপারে রবিউল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক সরকার দলীয় কয়েকজন নেতা জানায়, ছাত্রলীগের ঐ নেতা দীর্ঘদিন যাবৎ মটর সাইকেল চুরি ও ফেন্সিডিল ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

অপরদিকে এলাকাবাসী জানায়, বীরগঞ্জের মটর সাইকেল চুরি বন্ধ করতে হলে এ ধরণের নেতাদের আইনের আওতায় এনে সঠিক বিচার করলে মটর সাইকেল চোর ও তাদের গডফাদারদের বের করা সম্ভব।

Spread the love