
বীরগঞ্জে বিজয় দিবসের প্রস্ততি মুলক সভা
স্টাফ রিপোটার : বীরগঞ্জে গত সোমবার বিজয় দিবসের প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে বিজয় দিবসের প্রস্ততি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তরিকুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, ওসি (প্রসাশন) কেএম শওকত হোসেন,, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান একেএম কায়ছার আহম্মেদ,মহিলা ভাইস চেয়াম্যান সেলিনা আকতার,অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। সভায় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগণ, পৌর কাউন্সিলারগণ,বিশিষ্ঠ গণ্যমান্য ব্যক্তিবগ,র্ সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বিজয় দিবসের মর্যাদা রক্ষা ও দিবসের সকল অনুষ্ঠান উৎসাহ উদ্দিপনায় পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে জাতীয় পতাকা যথাযোগ্য মর্যাদায় উত্তোলনের আহববান জানান ।