
বীরগঞ্জ প্রতিদিন : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এডিপি উপজেলার পৌরসভার মোট ৫টি ওয়ার্ড এবং ৪টি ইউনিয়নের ৪০টি গ্রামে কাজ করে আসছে।
উক্ত গ্রাম থেকে নির্বাচনি প্রক্রিয়ার মাধ্যমে মোট ২৫০০ পরিবার থেকে ২৫০০জন হতদরিদ্র শিশুদেরকে স্পন্সরশীপ কার্যক্রমের মধ্যে অন্তর্ভূক্ত করে। সে সকল শিশুদের জীবনের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নের জন্য বিভিন্ন মুখি কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
তারই ধারাবাতিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও সমস্ত শিশু তাদের বাৎসরিক শুভেচ্ছা স্বরুপ স্পন্সরদের জন্য শুভেচ্ছা কার্ড প্রস্ত্তত করে। যার প্রধান উদ্দেশ্য বিদেশি বন্ধুদের সাথে একটি সুসম্পর্ক তৈরি ও বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে আত্মিয়তা স্থাপন।
প্রতিটি শিশু তাদের বন্ধুদের জন্য কার্ডের মধ্যে নিজেরা বিভিন্ন ছবি অংকন করে। যা তাদের বিদেশি বন্ধুরা পেয়ে অত্যন্ত অনুপ্রানিত হয় ও সম্পর্ক স্থাপনের জোর ভুমিকা পালন করে।
বিশেষ ভাবে উল্লেখ্য যে বিদেশি স্পন্সররা বীরগঞ্জ এডিপির বিভিন্ন উন্নয়ন কাজের সহযোগিতা করে থাকে যাতে তাদের স্পন্সরকৃত প্রতিটি শিশু অংশগ্রহনের মাধ্যমে সার্বিক উন্নয়ন লাভ করতে পারে।
প্রতিটি কাজ ও শুভেচ্ছা কার্ড সুন্দরভাবে প্রস্ত্তত ও সম্পন্ন করার জন্য স্পন্সরশীপ ব্যবস্থাপনা প্রকল্পের কর্মী বৃন্দ যথাক্রমে , মি: সঞ্চয় পিউরিফিকেশন, মি: শ্যামল মন্ডল, মিসেস: মৌরশ্মী লিমা ঘাগ্রা শিশুদের মাঝে খেলাধুলা ও আনন্দঘন পরিবেশে সৃষ্টি করে যেখানে প্রতিটি শিশু অংশগ্রহন করে শুভেচ্ছা কার্ডের অংকন সম্পন্ন করে।