মোঃ আবেদ আলী, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার বিদ্যালয়ে শিক্ষার্থীর মাঝে সঙ্গীত,নৃত্য,আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে লাবনী ফাউন্ডেনের আয়োজনে এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ১০টি বিদ্যালয়ের ৫৬জন শিক্ষার্থীর সঙ্গীত,নৃত্য,আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লাবনী ফাউন্ডেনের নির্বাহী পরিচালক প্রিয়ম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডিপি ওয়াল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক উতপল মিন্জ। বীরগঞ্জ পৌরসভা, সুজালপুর, নিজপাড়া ও মোহনপুর ইউনিয়ন নসমুহের ১০টি বিদ্যালয়ের ৫৬জন শিক্ষার্থী অংশ নেয় এর মধ্যে সঙ্গীত-১৮জন, নৃত্য-১৮জন, আবৃতি-৮ জন ও চিত্রাঙ্কন-১২জন। বিচারকের দায়িত্ব পালন করেন বেইস মিতালী প্রশিক্ষন কেন্দ্রের সিনিয়র কালচারাল প্রমোটর অমল কান্তি ঘোষ, বাংলাদেশ বেতার ঠাকুরগাও এর কন্ঠ শিল্পি লক্ষি কান্ত রায়, বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী দিনাজপুরের নৃত্য প্রশিক্ষক অমিতাফ সরকার পলব ও লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি সিদ্দিক। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও শিশুদের মেধা বিকাশে আয়োজক লাবনী ফাউন্ডেনের ও এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।