শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিদ্যালয় লাইব্রেরীতে লক্ষাধিক টাকার বই প্রদান

SAMSUNG CAMERA PICTURESমো: আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে বৃহস্প্রতিবার কুসুমতৈড় আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় লাইব্রেরীতে লক্ষাধিক টাকা মুল্যের ৫শ ৬৫ পিজ বই প্রদান করা হয়েছে।

বীরগঞ্জ এডিপি ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু কল্যান প্রকল্পের আওতায় উপজেলার পাল্টারপুর ইউনিয়নের কুসুমতৈর গ্রামে প্রতিষ্ঠিত কুসুমতৈড় আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে বৈজ্ঞানিক উপায়ে লেখাপড়া, সাংবাদিকতায় ৫০ বছর বঙ্গবন্ধু, একাত্তর নারী, মাও সেতুং, বঙ্গবন্ধুর কিশোর জীবন, লেনিন, মাদার তেরেসা, সূর্যসেন, বঙ্গবন্ধু ও স্বাধীনতার ৪০ বছর, মাহাত্বা গান্ধী, বেগম রোকেয়া, ঢাকার ৪০০ বছর, অপ্রিয় সত্য, মুক্তিযুদ্ধে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, আইনের শাসন ও বিচার বিভাগিয় স্বাধীনতা, মুক্তিযুদ্ধের উপন্যাস, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্য, জীবনী, সাধারন জ্ঞান, জ্ঞান-বিজ্ঞান, গণিত, ব্যকরন ও ডিকশনারী সহ বিভিন্ন লিখকের লক্ষাধিক টাকা মুল্যের ৫৬৫ পিজ বই হস্তান্তর করা হয়।

বই হস্তান্তর উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিনিয়র এডিপি ম্যানেজার এডভেন্ট ট্রিপল্যান্ড বইগুলো বিদ্যালয়ের ছাত্রী নিবন্ধিত শিশু ও শিশু ফোরামের সদস্যদের সর্বোচ্চ ব্যাবহার নিশ্চিত করার জন্য সমবেত সকলের প্রতি অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন ও বইগুলো হস্তান্তর করেন ।

কুসুমতৈড় আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কুমদ চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে প্রধান শিক্ষক মো: মামুনুর রশিদ, নির্বাহী সদস্য মো: রফিকুল ইসলাম, শিশু কল্যান প্রকল্প ব্যাবস্থাপক বার্নাট কুজুর, শ্যামল মন্ডল, পনুয়েল গাইন, উৎপল মিনজ্ ও সঞ্জয় টমাস পিউরিফিকেশন উপস্থিত ছিলেন।

 

Spread the love