শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একজনের মৃত্যু

শেখ মো: জাকির হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ ইসমাইল হোসেন (৪০)নামে একজনের মৃত্যু হয়েছে।

 

ইসমাইল হোসেন উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুর্ব বলদিয়া পাড়া আশ্রয়ণের জসিম উদ্দিনের পুত্র।

 

সোমবার দুপুর ২টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের পুর্ব বলদিয়া পাড়া আশ্রয়ণের পুকুরের বৈদ্যুতিক বাল্ব পরিবর্তন করতে গিয়ে এ ঘটনা ঘটে।

 

পুর্ব বলদিয়া পাড়া আশ্রয়ণের সভাপতি মোঃ আব্দুল মজিদ জানান, বাতির পোকা পুকুরে পড়ে মাছ খাবে এ কারণে আশ্রয়ণের পুকুরের মাঝখানে একটি বৈদ্যুতিক বাল্ব দেওয়া হয়েছে। কয়েকদিন পুর্বে বাতিটি কেটে যায়। আজ দুপুরে ইসমাইল হোসেন বাতিটি পরিবর্তন করতে গেলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ডা. কেএম কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।