মোঃ আবেদ আলী বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে গত শনিবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩নির্মান শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছে।
বীরগঞ্জ পৌরসভার সেন্টারপাড়া এলাকায় নির্মান কাজ করার সময় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ছয়ঘটি গ্রামের কায়ছার আলীর পুত্র মকছেদ আলী (৩০), বাছার গ্রামের আছির উদ্দিনের পুত্র ফজলুল হক (৩৮) ও নিজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের সবার আলীর পুত্র মো: আলী (২৭) লোহার রড নিয়ে ছাদে উপরে উঠার সময় বিদ্যুৎ তারে লেগে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। আহতদের চিৎকারে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পওে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তারিত করা হয়েছে।