শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিনামুল্যে ৪০জন কৃষকের মাঝে ডলোচুন বিতরন

বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার বিনামুল্যে ৪০জন কৃষকের মাঝে ডলোচুন বিতরন করা হয়েছে।

 

উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের আরডিঅরএস ফেডারেশন কার্যালয়ে খাদ্য নিরাপত্তায় মাটির অম্লতা দুরিকরনের লক্ষ্যে ৪০জন কৃষকের মাঝে ডলোচুন বিতরন উপলক্ষ্যে ডলোচুন প্রয়োগ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহনপুর ইউনিয়ন কৃষক ফোরামের সভাপতি কল্পনা সরেনের সভাপতিত্বে ডলোচুন বিতরনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি মীর কাসেম লালু, আরডিআরএস দিনাজপুর ইউনিটের কৃষি অফিসার সৈয়দা নাজমা পারভীন। মোহনপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি প্রনতী মরমু, মহিলা চাষী ফুলমনি মরমু, মালতি হেমরম, সুমি সরেন, বাহামনি মার্ডি, হুপনাী হেমরম ও শিউলি টুডু প্রমুখ। আলোচনা সভা শেষে ৫শতক জমির বিপরিতে ২০কেজি হারে ৪০জন চাষীকে ৮শত কেজি ডলোচুন বিনামুল্যে বিতরন করা হয়।

 

Spread the love