বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিনা মূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্যসেবা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ মহান ২১শে ফ্রেব্রম্নয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বিনা মূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা ও স্বাস্থ্যসেবা কর্মসূচী পালন করা হয়েছে।

 

 

শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে দিনব্যাপী এ কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন মিলিনিয়াম ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ রোকনুজ্জামান বিপ্লব।

 

মিলিনিয়াম ফাউন্ডেশন এসএসসি ২০০০ ব্যাচ এর আয়োজনে উক্ত কর্মসূচীতে সেবা প্রদান করেন সংগঠনের সদস্য এলাকার কৃতি সমত্মান ডা. মোঃ মাহামুদুল হাসান পলাশ এবং ডা. মোঃ মোস্তাফিজুর রহমান পিনু।

 

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সদস্য মোঃ শুভ, মোঃ কাইয়ুম, শাকিল হোসেন, সেতু, জুয়েল রানা, মোঃ হারুন, লিখিল চন্দ্র রায়, রুবেল হোসেন, সাদ্দাম হোসেন, নয়ন, পাবেল, রানা ও তাপস দত্ত প্রমুখ।

 

অনুষ্ঠানে ৩শতাধিক ব্যক্তি বিনা মূল্যে রক্ত গ্রুপ পরীক্ষা ও ১৫০জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।