বীরগঞ্জ প্রতিদিনঃ দিনাজপুরের বীরগঞ্জে সোমবার বিকেলে বিভিন্ন কোচিংয়ে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর।
সরকারের নিয়মনীতিকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে কোচিং পরিচালনার সংবাদের সত্যতা যাচাই করতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর পৌর শহরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান চালায়। এ সময় তিনি কয়েকটি কোচিং সেন্টারকে মৌখিক ভাবে সর্তক করে দেন। অভিযানের সংবাদের বেশির ভাগ কোচিং সেন্টারের শিক্ষকগণ শিক্ষার্থীদের রেখে পালিয়ে যান। আত্মগোপনের লক্ষ্যে অনেক শিক্ষার্থীকে কোচিং সেন্টার ছেড়ে পালাতে দেখা গেছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আনন্দ কুমার মন্ডল, গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, অভিভাবক ডা. মোঃ আমজাদ হোসেন প্রমুখ।