বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ শিক্ষা ক্যারিয়ার গঠন শীর্ষক সেমিনার

বীরগঞ্জ প্রতিদিন : বীরগঞ্জে গত রবিবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ শিক্ষা ক্যারিয়ার গঠন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বীরগঞ্জ ডিগ্রী কলেজ ষ্টুডেন্ট অব এসাসিয়েশন ও এসএসসি/২০০৯ইং ব্যাচের ছাত্র-ছাত্রীদের যৌথ আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে ডিগ্রী কলেজ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ শিক্ষা ক্যারিয়ার গঠন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চ শিক্ষা ক্যারিয়ার গঠন বিষয়ে জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন

সহকারী কমিশনার (কাস্টমস) পায়েল পাশা, বিসিএস ৩৩-তম ব্যাচ (প্রশাসন) ম্যাজিষ্ট্রেট নাহিদ তামান্না মিনু, চন্দন রায় (বুয়েট), মুশফেকুল বারী (রুয়েট), দীপা ও রাকিব (হাজী দানেশ), হেমা ও সিগমা (রংপুর মেডিকেল) সহ অন্যরা। এলাকর কৃতি শিক্ষার্তীরা জ্ঞানগর্ভ বক্তব্য দিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রানিত করেছে। সেমিনারে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ও বিজয়ীদের মাঝে ক্রেষ্ট উপহার দেওয়া হয়। ঈদের পর ২আগষ্ট দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামুলে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত করা হবে বলে জানানো হয়।