শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত বৃহস্পতিবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পারিবারিক কৃষি:প্রাকৃতিক সুরক্ষা,সবার জন্য খাদ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, ওসিএলএসডি মোঃআব্দল কাইয়ুম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,ধান চাউল ব্যবসায়ী, কৃষক ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Spread the love