বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব গনমাধ্যম মুক্ত দিবস পালিত

W Pressবীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত শনিবার বিকেলে বিশ্ব গনমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থার বীরগঞ্জ উপজেলা শাখা আয়োজনে অস্থায়ী কার্যালয়ে বিশ্ব গনমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মীর কাসেম লালুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ওয়ারেছ,  জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি আইয়ুবুল ইসলাম মিন্টু, সাধারন সম্পাদক প্রভাষক নীল রতন সাহা নিপু,  অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিন সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।  সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান পাবেল, দফতর সম্পাদক শামীম আকতার সজিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মেহেদী হাসান সজল, নির্বাহী  সদস্য মোঃ মোস্তফা কামাল আহসান হাবিব, উম্মে জান্নাতুল ফেরদৌস জিন্না প্রমুখ। সভায় সমগ্র বিশ্বে গনমাধ্যম মুক্ত দিবস পরিবেশ সৃষ্টির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান হয়।