শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিশ্ব বন দিবস পালিত র‌্যালী

বীরগঞ্জে বিশ্ব বন দিবস পালিত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস বাংলাদেশ ও বনবিভাগের সহযোগিতায়, আরণ্যক ফাউন্ডেশনের অর্থায়নে সিংড়া জাতীয় উদ্যানে জীব-বৈচিত্র সংরক্ষন সংস্থার কার্যালয় প্রাঙ্গনে বিশ্ব বন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।
ভোগনগর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান পান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার সহকারী রেঞ্জ সহকারী মোঃ শাহজাহান, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ওয়াহেদুজ্জামান বাদশা, সিংড়া বিট অফিসার গদাধর  চন্দ্র রায়, বীরগঞ্জ বিট অফিসার মোঃ আব্দুল ওহাব, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মীর কাসেম লালু, ফেডারেশনের সভাপতি আনোয়ার হোসেন, জীব বৈচিত্র্য প্রকল্প ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, মাহমুদুল হাসান মুন, চাউলিয়া বনরক্ষা কমিটির সভাপতি আদম মালিক, নত্তডাঙ্গী  বনরক্ষা কমিটির সভাপতি রাজিউর রহমান রাজু, মমতাজুল করিম, পেট্রোল বাহিনীর সভাপতি ইউনুছ আলী খোকন ও সাধারন সম্পাদক ইদ্রিশ আলী প্রমুখ।
এরআগে ঢাকা-পঞ্চগড়-মহাসড়ক সংলগ্ন বটতলী বাজার থেকে একটি বনাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়ে সিংড়া জাতীয় উদ্যান প্রদক্ষিন করে। র‌্যালী শেষে আলোচনা সভার পূর্বে বটতলী উচ্চ বিদ্যালয় বনাম চাউলিয়া আদিবাসী মিশন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বন সংরক্ষনে আমাদের করনীয় বিষয়ে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বির্তক প্রতিযোগি ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।