
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে গত সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘‘মশা-মাছি দুরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি’’ এই প্রতিপাদ্য বাসত্মবায়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ব্র্যাক স্বাস্থ্য-পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচীর সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর হতে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক স্বাস্থ্য-পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচীর সিনিয়র উপজেলা ম্যানেজার মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু সাঈদ মোঃ রফিকুজ্জামান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফজলুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাকির হোসেন মাসুদ, স্বাস্থ্য সহকারী মোঃ মোরশেদুজ্জামান মিলন প্রমুখ। র্যালীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্র্যাকের স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য সেবিকা ও পল্লী সমাজের সদস্যগণ অংশ গ্রহণ করেন।