
এন আই মিলন: দিনাজপুরের বীরগঞ্জে ঘুমের ঔষধ খেয়ে অঞ্জলী রাহা (৩২) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
তিনি বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক দীপংকর রাহা বাপ্পীর স্ত্রী।
রাত ৮টায় নিজ বাড়ীতে ঘুমের ঔষধ খাওয়ার পর মুমুর্ষ অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাতেই স্থানীয় শ্বশানে মৃত্যের সৎকার সম্পন্ন করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি কেএম শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।