সোমবার ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মোঃ কুদ্দুস আলী (৫৫)নামে এক বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুদ্দুস আলী বীরগঞ্জ পৌর শহরের উত্তর সুজালপুর গ্রামের মৃত রুস্তম আলীর পুত্র।

শনিবার সন্ধ্যা সাড়ে ৮টায় বীরগঞ্জ পৌর শহরের উত্তর সুজালপুরের নিজ বাড়ী থেকে গলিত অবস্থায় পোকা ধরা লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশী মোঃ জামাল হোসেন জানান, মোঃ কুদ্দুস আলীর বাড়ীতে স্বামী-স্ত্রী দুজনের বসবাস। পারিবারিক দ্বন্দের কারণে ঈদের আগেই তার স্ত্রী বাবার বাড়ী চলে যায়। তখন থেকেই তিনি একাই বাড়ীতে থাকেন। সর্বশেষ তাকে বুধবার দেখা গেছে এরপর থেকে আর দেখা যায়নি। আজ সন্ধ্যায় প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ঘরের বিছানায় গলিত অবস্থায় পোকা ধরা অবস্থায় মৃতদেহটি দেখতে পায়। পরে তারা পুলিশকে সংবাদ দেয়।

ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জানান, বিষয়টি লোকমুখে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহটি বিচানায় পড়ে ছিল। পরনে ছিল শুধু মাত্র একটি লুঙ্গি। লাশের প্রচন্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং পোকা ধরেছে।

বীরগঞ্জ থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি পচন এবং পোকা ধরায় এটি স্বাভাবিক মৃত্যু না অপমৃত্যু বোঝা যাচ্ছে না। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিত্বে ব্যবস্থা গ্রহণ করা হবে।