
মোঃ নাজমুল ইসলাম (মিলন): দিনাজপুরের বীরগঞ্জে বৈজ্ঞানিক প্রযুক্তিতে কৃষি শিল্প বিকাশে সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের শিমন্ত্রণালয়ের অর্থায়নে বেসটেক গ্রুপ-অরোরা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের তত্বাবধানে এবং টপ আবদি ওয়াল্ডের সহযোগিতায় গতকাল সোমবার বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়ন কমপেক্স কৃষি মিলনায়তনে ‘এগ্রা বেইজডএসএমই ক্লাস্টার অ্যান্ড ভ্যালু চেইন ইনসেপশন দিনব্যাপী কৃষক প্রশিক্ষনে কৃষিবিদরা এসব কথা বলেন। কৃষকদের সমস্যা ও সমাধান, বর্তমান কৃষি প্রযুক্তিসহ তরুনকৃষি উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ খালেক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ড.আবুল কালাম আজাদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার বেসটেক গ্রুপ এর মো: মাহফুজ আইয়ুব, অরোরা এগ্রো লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান বাবু, কৃষিবিদ মো: জাকারিয়া, কৃষিবিদ মো: আমিনুর রহমান প্রকল্প ব্যবস্থাপক অরোরা, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবেদ আলী, অর্থ সচিব ডি রায় বাবুল ও সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাসেম লালু প্রমুখ।