বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বোরো ধান ৮শত টাকা থেকে এক লাফে ১৪শত টাকায় বৃদ্ধি

মোঃ আবেদ আলী, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে গরীব প্রান্তিক কৃষকের বোরো ধান ফুড়িয়ে যাওয়ার পর এবার ৮শত টাকা থেকে এক লাফে ১৪শত টাকায় বৃদ্ধি পেয়েছে।

বীরগঞ্জ উপজেলার শিবরামপুর, পলাশবাড়ী, শতগ্রাম, পাল্টাপুর, সুজালপুর, নিজপাড়া, মোহম্মদপুর, ভোগনগর, সাতোর, মোহনপুর ও মরিচা ইউনিয়ন সমুহের ৯৯টি ওয়ার্ড ও পৌর সভার ৯টি ওয়ার্ডসহ মোট ১০৮টি ওয়ার্ডের প্রত্যন্ত পল্ল¬ীর ও পাড়া-গায়ের হাট-বাজার গুলোতে গরীব চাষী, বর্গা চাষী ও প্রান্তিক চাষী রমজানের আগে প্রতিবস্তা (৮০কেজি) ৮শত টাকা মুল্যে বোরো ধান বিক্রি করে বাঁকী-বকেয়া, ধার-মাহাজন, রাসায়নিক সার-বীজের টাকা পরিশোধ, ছেলে-মেয়েদের (ছাত্রছাত্রী) বই-খাতা, কাপর-চোপর, পরীক্ষার ফিস, ফরম ফিলাপ, কোচিং ফি ও কলেজে ভর্তি করাতে গিয়ে ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে হেরে গিয়ে উৎপাদন মুলের চেয়ে কম মুল্যে লোকশান দিয়ে ধান বিক্রি করে ব্যায় করেছে।

গরীর কৃষকের ধান ফুড়িয়ে যাওয়ার পর মাত্র ১৫-২০দিনের ব্যবধানে গত রোববার উপজেলার প্রত্যন্ত পল্লীর হাট-বাজার গুলোতে ও পৌরসভা হাটে প্রতি বস্তা বোরো ধান (৮০কেজি) ১৩৭০/-টাকা থেকে ১৪শত টাকা মুল্যে বিক্রি হচ্ছে। পৌরসভা হাটের গরীব চাষী আব্দুস সালাম, কবিরাজ হাটের আইনুল হক, গোলাপগঞ্জ হাটের তৈয়ব আলী, শরিফ উদ্দিন ঝাড়বাড়ী হাটের জাহাঙ্গীর হোসেন সংবাদের সত্যতা স্বীকার করে জানান, ভোগান্তির কারনে সরকার নিদ্ধরিত মুল্যে ধান বিক্রি করতে ব্যার্থ হয়ে পাইকার-ফরেয়ার কাছে কমমুল্যে তাদের উৎপাদিত বোরো ধান বিক্রি করতে বাধ্য হয়েছে। তারা অভিযোগ করেন ধনীদের সিন্ডিকেটের কারনে আমরা ক্ষুদ্র, প্রান্তিক ও গরীব চাষী ফসলের ন্যায মুল্য থেকে বঞ্চিত হচ্ছি। সিন্ডিকেট ভেঙ্গে দেওয়া হলে অর্থাত বাজার মুল্য নিয়ন্ত্র করা হলে আমাদের ছেলে-মেয়ের লেখা-পড়া শিখিয়ে প্রতিষ্ঠিত করা অনেকাংশে সহজ হোতো।Dan 2

মুজুর শ্রেণীর মানুষ বলছে কৃষির মাঠে পর্যাপ্ত কাজ নাই এ এলাকায় কল-কারখানাও নাই। প্রতিদিন কাজ পাওয়া যায় না এক দিন কাজ করে দু’দিন ধরে সন্তানদের মুখে আহার তুলে দেওয়া দুরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। ধনীরা বিলম্বে বেশী মুল্যে ধান বিক্রি করে আরো ধনী হচ্ছে। গরীব অভাবের তারনায় মৌসুমের শুরুতে ধানসহ অন্য ফসল বিক্রি করে আরো গরীব হচ্ছে বলে সচেতন মহলের মতামত।

Spread the love