দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে মোঃ হারুন (৪০) নামে এক ব্যবসায়ীকে জখম করে ভারতীয় তৈরী ডিসকোভার-১৩৫মটর সাইকেল নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ছিনতাইকারীরা।
শনিবার রাত ১২টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বীরগঞ্জের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলম জানান, আহত ব্যবসায়ী ঠাকুরগাঁয়ের গড়েয়া বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মটর সাইকেলযোগে গ্রামের বাড়ী পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ ফুলবাড়ী যাওয়ার পথে ওই এলাকায় চিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় ব্যবসায়ীর শরীরের বিভিন্ন অংশে চুরি চালিয়ে গুরুতর ভাবে আহত করে। এরপর তার মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ভোরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেছে।
পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।